একটি অনুগল্পের কাব্য | সামি আল সাকিব



দিনের শুরুতে নীড় ছেড়ে যায় পাখি
ফিরে আসে সাঁঝের-বাতি জ্বলবার আগে,
গাছ থেকে যায়, ঠায় দাড়িয়ে, বাহুডোরে সযত্নে নীড় ধরে,
পাখি তা জানে না, জানে না দুষ্টের ঢিল, রোদ-ঝড় আর
হানাদার হিংস্রতা
গাছের আড়ালে থেকে বেড়ে ওঠে, উড়তে শেখে, উড়ে যায়;
গাছ তবু ঠায় দাড়িয়ে। বয়সের ভার, সমাজের ভার, বাহুডোরে বয়ে চলা সকলের ভার,
বিনে পয়সার পাওয়া পোকামাকড়ে সময়
কুঁজো হয়, ক্ষত হয়, ধ্বসে যায়।
শ্রাদ্ধোৎসবে মেতে ওঠে ওরা, শেষকৃত্য হয় গাছেরও! সবাই আসে,তবু হায়!
গাছেদের শেষকৃত্যে পাখিরা থাকে না। যেমন থাকে না
একসাথে শুরু করা সঙ্গীর সাথী, ঠিক তেমনই।
             
                                      ---

~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬
~ ১৭/০৮/২০২০

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব