Posts

Showing posts from October, 2020

মহাকাল-পাপী | অ-কবিতা | সামি আল সাকিব

Image
আপনি ব্যস্ত, আকারে না হলেও জানিয়েছেন ইঙ্গিতে; আমি প্রহর গুনি এক,দুই,তিন....এক-কোটি এক, এক-কোটি দুই.. আপনার ব্যস্ততা ফুরোয় না, আমার প্রহরের হিসেব থামে না; জানেন তো, আমি বড্ড অলস, বদমেজাজি, অপেক্ষার ধার ধারি না, জড়াই না প্রহরের হিসেবে। হঠাৎ'ই যেমন ঝড় এসে গুড়িয়ে দেয় পুরো জনপদ, সভ্যতার মুখোশ, একদিন শুভ সকালে আপনি তেমনি হানা দিয়েছেন হৃদয়ে, ঝড়ের তছনছ শেষে অসহায় গ্রামবাসী— যেমন বৃথাদৃষ্টি নিয়ে আকাশের পানে চায়, আমিও তেমনি করে বদলে গেছি; কেবল'ই প্রহর গুণি ঝড় শেষে আসা সরকারি ত্রাণ হোক আপনার দিদারের, অথচ আপনার দু'দণ্ড অবসর হয় না-অবসরহীনতা জানাবার। মৃতপথযাত্রীর মতো করে তসবি জপি প্রহরের, প্রহর রাঙা আপনার দিদার হয়ে আসুক মালাকাল মউত, ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে শেষবারের মতো পড়ে নিই প্রেমের কলমা— আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভা..লো...বা....সি..... অথচ বলা হয়ে ওঠে না, যেমন করে পাপী বান্দার মরার সময়ে নসিব হয় না কালেমা, ঠিক তেমনি করে'ই; আমার প্রহর ফুরোয় না, যেন মহাকাল; পাড়ি দি'ই কালের শেষে অফুরান মহাকাল, দ্ব্যর্থহীন ব্যর্থ ছুটে চলা'র নিয়তি, হাবিয়া'য় বসে তসবি জপি প

অ-কবিতা: দশমিক | সামি আল সাকিব

Image
আমার বারোটা বেজে গেছে ঘড়ির কাটায় সুবহে সাদিক অথচ আম্মা জানেন আমি তার অবাধ্য খোকা আব্বা জানেন ছেলে তার হাত ফসকে গেছে স্ব-জনরা জানেন- ইঁচড়েপাকা অথচ আমার বারোটা বেজে গেছে সামাজিকেরা জানে আমি অসামাজিক সন্নাসিরা জানে আমি খাস সামাজিক সমাজপতিরা জানে আমি এ'দুয়ের সেতুবন্ধ অথচ আমার বারোটা বেজে গেছে নাস্তিক জানে আমি উগ্র ধার্মিক ধার্মিক জানে আমি নব নাস্তিক ঈশ্বর জানেন আমি তার আরাধনার ধার ধারি না আমি মানি, ঈশ্বর আমারে শোনেন না অথচ প্রতিবারেই ন্যায়ের মিজানে অন্যায় মাপা হয় তাই আর কি হবে! আমার বারোটা বেজে গেছে শিক্ষক জানেন আমি ফাঁকিবাজ আমি মানি, পরিশ্রমী দুর্ভাগা দিনশেষে ভাগ্য ভুলায় 'সব দোষ আমার' বাস্তবতা কেবলই ফাঁকা বুলিদের আর কি হবে! আমার তো বারোটা বেজে গেছে আমার হিসেবে দুই যোগ দুই সমান চার জাগতিক বলে, ২.৫ যোগ ১.৫ সমান চার দশমিকের হিসেব মাথায় ধরে না হিসেবটাও তাই আর মেলে না, মিলে আর কি'ই বা হবে? আমার তো বারোটা বেজেই গেছে।                                        ▫▫▫▫▫ ~ ' দশমিক ' ~ সামি আল সাকিব ~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬ ~ ১১/০৯/২০২০

কবিতা: তুমি কাঁদো | সামি আল সাকিব

Image
আমি চাই তুমি কাঁদো, কাঁদতেই থাকো চোখ হয়ে যাক বর্ষার ফারাক্কা বাঁধ, মুখ হয়ে যাক নায়াগ্রার প্রপাত, চিরায়ত রমণী, সব হারিয়ে-পাওয়ার পরের কান্নায় মেতে থাকো, আমি চাই তুমি কাঁদো, কাঁদতেই থাকো; আমাকে পেয়ে ঈদ আসুক তোমার হিমশীতল হৃদয়ে, ওষ্ঠে অঙ্গুরি ছুঁয়ে যাক; ছুটে এসে দুমদাম কিল-গাট্টা মেরে মুখ লুকিয়ে নাও আমার বুকে, কান পেতে রও ঠিক হৃদয়ে, ধক-ধক-ধক-ধক, তোমার চোখের জল,কাজলে ভিজে যাক আমার প্রিয় শার্ট, তোমার মুখের প্রসাধনী অযাচিত লেপে যাক; বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠা চারণভূমি হয়ে উঠুক আমাদের হৃদয়, হৃদয় বলে যাক - তোমরা এমনই থাকো, আমি চাই তুমি কাঁদো, কাঁদতেই থাকো।                                     --- ~ ' তুমি কাঁদো ' ~  সামি আল সাকিব ~  ২৯-০৯-২০২০ ~  মিরপুর-১৪, ঢাকা-১২১৬