মানবজনম(অ-কবিতা) | সামি আল সাকিব


হাসিতে চোখ ভিজে ওঠে হঠাৎ,
চোখের তোড়জোড়,পরমানন্দের আগমনী দেখা যায়
সুযোগে দু'ফোটা জল বেশি গড়ায়, মুখ হাসি জড়িয়ে রাখে
বয়স আর কতই হবে,দুঃখ পাবার কারণ নেই,হাসছে বৈ
সময় পোড়ায়,পুরায়। এবার না শুধু,বারবার চোখ ভেজে তবু ঢেকে রাখে হাসিমুখ,হাসছে বৈ
রাত ঘুমায় না, ব্যাকুলতা কুঁকড়ে খায়, জ্বলে ওঠে চোখ,টপ-টপাটপ, একান্তে জ্বলে ওঠে দাউ দাউ, জ্বলে সরব,নিরব হয়ে -হৃদখণ্ড জ্বলবার যেন
বেলাশেষে পাখিরা ছেড়ে যায়,থেকে যায় গাছ, শুরু থেকে শেষ-বধি - একইরকম নিঃসাড়, নড়বার জোঁ-টি নেই, হিমসাগরে ধাতুনিঃস্রব, প্রলাপ গায়, দাড়িয়ে তবু ঠায়,দাড়িয়ে থাকা দায়
প্রলাপ গাওয়া দায়, চুপটি করে গাইতে থাকে, পথিক হেঁটে যায়,দেখে যায় ঠায় দাড়িয়ে নিরর্থব হেয়ালি, হেলছে-দুলছে, পাতা নাড়ছে হাওয়ায় দুলে, দুদণ্ড বসে, দাঁতন কাঁঠি ঝড়িয়ে,এগিয়ে যায়, এগিয়ে যায়
হেয়ালি তবু ঠায় দাড়িয়ে, হাসছে-দুলছে, হাওয়ায় নাচছে শরীর, অঘটনে ঝরিয়ে দিচ্ছে জল, দু'ফোটা বেশি, মুখ জড়িয়ে রাখে জীবনের আহবান, প্রলাপ গায়, ক্ষরণে ঝর্ণার স্রোত বাড়ে, দেখা যায় মেতে আছে আজ বরষা ছোঁয়ার ছন্দে,
নতুন ভোর,পাখিরা ছুটে আসে, কলরবে ঢেকে যায় সব, সব.....
নড়তে পারেনা, বলতে পারে না, জল গড়ায়- দেখাতে পারে না,কত দায়!
পাখি হবার স্বপ্ন ছিলো, আকাশ ছোঁবার সাধ ছিলো, ফুরিয়ে যাওয়া বিকেল জুড়ে সখার যেমন আশা ছিল, তেমনি ছিলো ঘোর জড়াবার
আরো অনেক,অনেক.... জানা যায়নি....
হেয়ালি তবু দাড়ায়, নিরবে প্রলাপ গায়, আড়ালে দু'ফোটা জল গড়ায়, মুখে হাসি, বাতাসে মেলে ধরে বাহু,শেকড়ের ছেঁড়া নাড়ি
হাসছে বৈ! বাঁচছে বৈ! একজনমে চাওয়ার সাথে পাওয়া মেলে না
একজনমই জীবন,মহাকাল,ঈশ্বর আর বেঁচে থাকা
একজনমই জীবন, না পেলে নেই। পোড়াবে পোড়াক, দায় হেয়ালির, পথিক তার সাক্ষ্য দিবে, আকাশীর দায় বিচারের
একজনমে বটবৃক্ষ দাড়িয়ে থাকে,বুঝে নিয়তি, হাসে,গায়,হাওয়াতে দোলায় শরীর,আড়ালে থাকে বোবাস্বর, আর কিছু দায় নেই,করার নেই,
প্রলাপ গোণে,গায়। আর, অপেক্ষা। নিরর্থব মহাকালের অপেক্ষা। দিন ফুরোবার আক্ষেপ,প্রতিক্ষা। একজনমে বেঁচে থাকা আক্ষেপ,আকুলতা, একটা যাযাবর, দায়সারা; অর্থহীনতা,অসহায়তা
একজনমে সবাই একটা গাছ, হেয়ালি মানুষ কিংবা দুঃস্বপ্নে বেঁচে থাকা আশা।

                                    -----

~ 'মানবজনম'
~ সামি আল সাকিব
~ ০৬/০৮/২০২০
~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব