Posts

Showing posts from January, 2021

তাকাইতে পারি না | অ-কবিতা | সামি আল সাকিব

Image
❑ আপনি বলেন, তাকাও... আমি হঠাৎ, অপ্রস্তুত, সলজ্জে চোখে চেয়ে থাকি আপনার পানে চোখ,নাক, ঠোঁট, পেশীর চল আর ভ্রু যুগলের দিকে চাইতে গিয়ে নামিয়ে আনি চোখ, ও চোখে কথকতা,কত কথা, উচ্ছ্বল ছটফটানি আমি সইতে পারি না, ছাতির ভেতর দুড়ুম দুড়ুম করে নেমে আসে ঢেউ, ও ঢেউয়ে ভাসতে পারি না আপনি বলেন, তাকাও... আমি সংকোচ ভরা চোখ, অধিকার দাবি নিয়ে চেয়ে থাকি আপনার পানে ইন্দ্রের তৃষ্ণা নিয়ে-চেয়ে থাকি আপনার পানে হঠাৎ থেমে, আমায় ছুঁয়ে যখনই আপনি চোখে চোখ রাখেন ও চোখে এতো তেজ, মুখে অমিয় সুধা, সুতীব্র সাধ আর যে জোয়ারে মেতে ওঠে উর, আমি সইতে পারি না চোখ চোখ রাখবার সাহসটুকু পাই না আপনি বলেন, তাকাও... আমি কম্পিত ভীরু, হারাবার ভয়, ভগ্ন হৃদয়, খা'ব দেখা থামিয়ে- এগোতে পারি না। ফিরে আসি যেন কিছু নেই। ছাতির ভেতর দুড়ুম দুড়ুম করে নেমে আসে ঢেউ, আমি ভেসে যাই, ভাসতে পারি না আপনি বলেন, তাকাও.. আমি সব ভুলে যাই, তাকাই, আপনি বলেন আমি তাকাইতে পারি না..!                                             --- ~  'তাকাইতে পারি না' ~   সামি আল সাকিব ~  ২৭\১১\২০২০ ~  মিরপুর-১৪, ঢাকা-১২১৬  

পশুত্বে পদার্পণ | কবিতা | সামি আল সাকিব

Image
❑ অনেক অনেক আগে ছেলে কিংবা মেয়ে হওয়ার আগে নারী কিংবা পুরুষ হওয়ার আগে আবাল কিংবা বৃদ্ধ হওয়ার আগে আমরা যখন শিশু ছিলাম আমরা তখন'ই মানুষ ছিলাম তারপর মানুষ হওয়ার জন্য যখন  আমরা শৈশব ছেড়ে কুঁজো হতে শুরু করলাম লম্বা আর মোটা হওয়ার জন্য লম্ফঝম্প শুরু করলাম প্রাণ-প্রকৃতি বশে আনলাম ঘরে জ্বালিয়ে খেতে শিখলাম জঙ্গল-মঙ্গল, মাংস আর হৃদয় দল ভারী করে ভোঁতা হতে শিখলাম নপুংসক পদবি লাগালাম, মানুষ আমাদের ষোলকলা ততদিনে পূর্ণ হয়েছে আমরা মূলত পশুত্বে পদার্পণ করেছি সফলভাবে।                                  --- ~ “ পশুত্বে পদার্পণ ” ~ সামি আল সাকিব ~ ০৬\০১\২০২১ ~ মিরপুর-১৪, ঢাকা-১২১৬