Posts

Showing posts from July, 2020

বুক রিভিউ: দাঁড়কাক - শওকত হোসাইন

Image
বইয়ের প্রচ্ছদ •              বই :  ' দাঁড়কাক '           লেখক :  শওকত হোসাইন  প্রথম প্রকাশ :  ২০২০ সন        প্রকাশক :  ঘাসফুল প্রকাশনী   পাতা সংখ্যা :  ১২৭ টি              ধরণ :  সমকালীন উপন্যাস • পাঠ-অনুভূতি : দাঁড়কাক। পাখিরাজ্যের এই পাখিটা কখনো পাখির মর্যাদা পায়নি।  কোনোদিন হয়তো পাবে এমন আশাও ক্ষীণ। এতো বড় রাজ্যের সদস্য হওয়া সত্ত্বেও সে বড্ড বেশি একা, নিঃসঙ্গ। ঠিক যেন পাশাপাশি দুটো কবরের মতো। আর মানুষ? মানুষ এর চাইতেও একা। আমরা সবসময় একটা সুন্দর সাজানো-গোছানো সংসার-জীবনের স্বপ্ন দেখি। ঠিক ছবির মত সুন্দর। আমাদের দিন-রাত,বেলা সব এই স্বপ্নকে ঘিরেই আবর্তিত হয়। অন্তত সাধারণ মানুষের জীবনটা এমনই। কিন্তু মানুষ যা চায় তার সবই কি পায়? পায় না। মাঝমাঝে চোখ পড়ে শকুনের। আস্ত গিলে খায় ছবির মতো সাজানো জলজ্যান্ত স্বপ্নকে, স্বপ্নের মানুষকে। শ্মশান বানিয়েই কেবল এরা দম নেয়। ব্যস্ত ঢাকার বুকে একটুকরো স্বর্গ 'রেহানা মঞ্জিল'। পল্লিগাঁয়ের আদর্শ বাড়ি বলতে চোখে যা ভাসে, ঘনবসতির ঢাকায় তা দুঃস্বপ্ন হলেও বাড়িটা ঠিক তাই। বড় আঙিনা, শান বাঁধানো পুকুর,ছিমছাম ছোট্ট দোতলা বাড়ি। যে কার

চাঁদ-টিপ | অ-কবিতা | সামি আল সাকিব

Image
তোমার কপালে, আফ্রোদিতি! শ্বেতাঙ্গ-কপালে মিহি টিপ, চাঁদ-টিপে প্রেমালয়, তুমি আর আমি তুমি আড়চোখে তাকিয়ে দেখছো আমায়, আমি ফিরলেই ফিরিয়ে নিচ্ছো মুখ মুখ ফিরিয়ে হাসছো তুমি, মুখ টিপেটিপে; বিমুখ থেকে বয়ে চলা সুরা-স্বর; হাসির ঢেউয়ে চুমুক, চোখ পড়ে স্বর্গ দেবীর অলকানন্দায় বয়ে চলা স্রোত, তুমি, জড়িয়েছো নীল শাড়ি, মাটির ভূষণ-ঝলকানি খাঁজে, মুখ মেখেছো মহাকাল অবসানে, তোমার হাসি। আমি বিস্ময়ে বিস্ময়, দেখি, চোখ বেঁধেছে স্বর্গদ্বার, তুমি আড়চোখে দেখছো আমায়, বুঝে গেছো চাহনি; কেঁশের বাঁধন খুলে, কপাল থেকে শরীর জুড়ে, ছড়িয়ে দিলে ঠিক মাঝামাঝি কপালের, নিখাদ কালো টিপ, চাঁদের বুকে মণি ফিরে তাকালে আমার দিকে, আড়চোখে নয়, সরাসরি আমি ধড়ফড়িয়ে দাড়িয়ে গেছি, ভুলে গেছি শ্বাস নিতে, ভুলে গেছে চোখ বিরতির, অপ্রস্তুতির প্রস্তুতিতে... কেমন কেমন ঘোর লেগেছে, নেশা ধরেছে খুব আমি পিপাসার্ত মহাকাল, আদিসত্ত্বায় হানা দিয়েছি তোমার দু'চোখে, কপাল জুড়ে সেই কালো টিপ খোলস ছেড়ে নেশা হবে, তোমার দু'ঠোঁটে, কপালের কালো টিপে কেবল তোমার চোখে চেয়ে,কাজল কালো টিপে। তুমি জানো চোখের ভাষা! সম্মোহনী, এমন নেশা'ই চড়ে গেছে আ

বুক রিভিউ: আয়েশামঙ্গল - আনিসুল হক

Image
বইয়ের প্রচ্ছদ •             বই :   'আয়েশামঙ্গল'          লেখক :  আনিসুল হক প্রথম প্রকাশ :  ২০১০ সন       প্রকাশক :  পার্ল পাবলিকেশন্স  পাতা সংখ্যা :  ১২৮ টি             ধরণ :  ইতিহাস আশ্রিত কাল্পনিক উপন্যাস • পাঠ-অনুভূতি : ১৯৭৭ সালের শেষের দিক। সদ্য স্বাধীন বাংলাদেশে তখন চলছে এক উত্তাল সময়। চলছে অভ্যুথান-পাল্টা অভ্যুথান। দেশ চালাচ্ছেন সামরিক শাসক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অক্টোবরের শুরুর রাতেই ঘটে এক রহস্যময় অভ্যুথান। একটি ব্যর্থ অভ্যুথান। যাতে অংশ নিয়েছিলো সেনাবাহিনী এবং বিমানবাহিনীর উচ্চপদস্থ অফিসারসহ বেশ কিছু সদস্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কৌশলের জোড়ে এই অভ্যুথান থামিয়ে দিতে সক্ষম হন। বিমানবাহিনীর সৈনিক জয়নাল আবেদীনের স্ত্রী আর কয়েকদিনের ভেতরই জন্ম দিতে চলেছেন তাদের দ্বিতীয় সন্তানকে। অভ্যুথানের রাতে জয়নাল ঘুমিয়ে ছিলেন ঘরে,তার স্ত্রীর পাশে। ঢাকার সরকারি কোয়ার্টারে। অভ্যুথানের খবর তিনি জানেন না। পরদিন সকালে যথারীতি তিনি তার কাজে যান, স্ত্রীকে তিনি কথা দিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান জন্মের সময় তিনি স্ত্রীর পাশে থাকবেন। কাজের সময় শেষ হয়, তিনি আর ফেরেন না।