Posts

Showing posts from 2019

দেবেশ্বরী | সামি আল সাকিব | অ-কবিতা

Image
আমায় একজন ঈশ্বরী দেবে? দেবেশ্বরী? বিনিময়ে না'হয় একটা দাস'ই দেব হাজার খানেক পত্র দেব পত্রে মাতাল প্রেম দেব আমায় একজন দেবেশ্বরী দেবে? তার বদলে না'হয় রূপকথাই দেব একটা প্রেমের ঘোর দেব ঘোরের খানিক অমৃত দেব আমায় দেবে একটা দেবেশ্বরী? লম্বাকেশী নিলান্বিতায় মাটির সাজ কাজল চোখে ঘোরের ঝাঁজ হাসির মাঝে প্রাণের ছোঁয়া স্পর্শ পেলেই সুখের দাওয়া এমন একজন দেবেশ্বরী দাও না! ঈশ্বরী না হয়ে হয়ে মানবী হলেও হোক না! আমিই নাহয় তারে পূজো দেব ঈশ্বরী ছাঁচে গড়ে নেব আমায় একটা দেবেশ্বরী দাও না!                 --- - 'দেবেশ্বরী ' - সামি আল সাকিব -  ৩০/১১/২০১৯  | মিরপুর-১৪,ঢাকা

রম্যছড়া: ত্যাঁড়া'র কথা | সামি আল সাকিব

Image
সোজা কথা ত্যাঁড়া করার সূত্র আমি জানি সোজা কথার ভাত নাই আমি তা'ই মানি ঘাড় ত্যাঁড়াদের রাজা আমি সবাই কয় শুনি। মুখের কথায় মানুষ মারি আমিও যে খুনি! কথা দিয়াই কত খুন করি আমি রোজ সামনেই থাকি তবুও তো  কেউ পায় না খোঁজ! খুন করতে অস্ত্র লাগে আরো লাগে হাত। এসব কথা মিছা লাগে হাসি - খুলে দাঁত। আমার নাম ত্যাঁড়া মিয়া পানিরেও ত্যাঁড়া করি সরলের গলা টিপে সবখানেতেই ধরি। আমার মতো চালাক-চতুর ত্যাঁড়া পাবা কই সহজ কথার ভাত মারতেই আমি খুশি হই। খুশি লাগে,খুশি! কথায় কথায় মানুষ মারি কথা দিয়েই রক্ত চুষি মারতে মানুষ পারি। আমার মতো ত্যাঁড়া রে ভাই কেউ পাবে না খুঁজে ত্যাঁড়ামি আমার সবকিছুতেই মারবো মানুষ,চোখ রাখো বুজে। রম্যছড়া:  ত্যাঁড়া'র কথা ✍ সামি আল সাকিব

বিডিআর বিদ্রোহ : প্রশ্নরা আজো জেগে আছে | মুক্ত আলাপ

Image
২৫শে ফেব্রুয়ারি। বাঙালি জাতির জীবনের এক মর্মান্তিক কালো অধ্যায়। ২০০৯ সালের এইদিনেই বিডিআর বিদ্রোহের নামে খুবই নিষ্ঠুর এবং ঘৃণ্যভাবে খুবই পরিকল্পনা করে বিডিআর সদর দপ্তরে(পিলখানা) একে একে হত্যা করা হয় ৫৭ জন চৌকশ,মেধাবী,দেশপ্রেমিক সেনা অফিসার সহ ৭৪ জনকে। এরকম নিষ্ঠুর,নির্মম এবং ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িতদের পালিয়ে যাবার নিঃশর্ত সুযোগ দেয়া হয় তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে।পরবর্তীতে দেশি-বিদেশি নানা চাপে পড়ে বাধ্য হয়ে বিচারকাজ শুরু করলেও দোষীদের ছাড় দিয়ে সাজা দেয়া হয় সাধারণ বিডিআর সদস্যদের। সরকার কোনোমতে তড়িঘড়ি করে বিচারকাজ শেষ করলেও সেটি ছিল প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত একটি ফলাফল। এমন ষড়যন্ত্রের পেছনে যাদের হাত ছিল তারা আজ অবধি আড়ালেই থেকে গেল। বাংলাদেশ হারালো ৫৭জন প্রকৃত দেশপ্রেমিক কাণ্ডারিকে। একইসাথে আমাদের সামরিক বাহিনীকে এমন একটা ক্ষত দিয়ে গেল যা কোনোদিনই পূরণ হবার যোগ্য নয়। তারা ছিলেন বাংলাদেশের শত্রুদের জন্য ত্রাস। তাদেরকে এমন নির্মমভাবে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিবাদের ক্ষমতা চিরতরে ধ্বংস করে দিয়ে গেল। আর রেখে গেল অনেকগুলো প্রশ্ন- ওই নির্মম হত্যাকাণ্ড কার মদদে হয়েছি

শেষ প্রাণবেলা(অ-কবিতায় প্রলাপ) - সামি আল সাকিব

Image
শব্দরা ঘুমায় ঘুমায় গান, আয়ু ফুড়ায় জুড়ায় প্রাণ। কালি শেষ শেষ খাতা, পূর্ণ আবেশ পড়েছে যাঁতা। হিম  রক্ত নির্লিপ্ত হৃদয়, শব্দরা তক্ত কালের ক্ষয়। নষ্ট সুর প্রাণ বহুদূর, মায়ার বাঁধন মুক্ত সাধন। সাধন শেষ শেষ প্রাণবেলা, বাক্য শেষ ডুবেছে প্রাণভেলা। ঘুমিয়েছে বুঝি জীবনের রুজি, বিদায় প্রাণের ছিন্ন টানের। ঘুম পেয়েছে খুব,খুব,খুব; ঘুমাও তবে শেষ তুরুপ।  *********************************** শেষ প্রাণবেলা ©সামি আল সাকিব ২৪-১-২০১৯ কাফরুল,ঢাকা-১২১৬