প্রিয় ভালোবাসা | অ-কবিতা | সামি আল সাকিব


তুমি বললে 'পত্র দিও'
আমি লিখতে বসে
অনেক অনেক কথার ঝড়ে
মেঘের সাদা গায়ে
অনেক কথাই লিখলাম
তারপর তোমার নামে খোলা আকাশে উড়িয়ে দিলাম।
চিঠিটা তুমি পাবে না;
হয়তো ভাবছো কী লিখেছি?
'ভালোবাসি প্রিয়'।
এই যে এতো চিন্তার ঝড়
কতশত ব্যর্থপ্রহর
অব্যক্ত রাত, ব্যাকুল প্রতিক্ষা
এসবই তোমার জন্য, তোমায় জানানোর জন্য
এরচেয়ে বেশি কিছু তো বলতে নেই
সবই যে স্পর্শের ব্যাপার।
সবটা যদি বলাই যেত
এই যে এতো মধুর প্রেম
ভালোবাসা যাতনার
জাদুঘরে ঠাঁই পেতো।
তুমি বরং
তোমার দু'হাতখানির ছোঁয়া দিও
অতকিছু বলতে হবে না
খানিক নাহয় আত্মা হবো
আত্মার সাথে অন্তরাত্মা
তারপর নাহয় সুযোগ করে বলে নেব
'অসুখ হও-প্রিয়'।
             ---

~ ' প্রিয় ভালোবাসা '
~  সামি আল সাকিব
~  ২০/১১/২০১৯
~  মিরপুর-১৪,ঢাকা-১২১৬

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব