Posts

Showing posts from August, 2020

নীলপদ্ম | অ-কবিতা | সামি আল সাকিব

Image
আমার হাতে গোলাপ 'নীলপদ্ম' তোমায় দিলাম আমার হাতে গোলাপ প্রেমপত্র তোমায় দিলাম আমার হাতে প্রেমপত্র  পত্রে বোবা প্রেম দিলাম আমার হাতে গোলাপ গোলাপজুড়ে স্বপ্ন দিলাম আমার হাতে ঘোর ঘোরের খানিক অমৃত দিলাম আমার হাতে গোলাপ গোলাপটাকে তোমায় দিলাম; তোমার হাতে নীলপদ্ম অব্যক্তিরা বিলাপ করে তোমার হাতে নীলপদ্ম  পদ্মগুলো হেলায় ঝরে তোমার হাতে গোলাপ নীলপদ্ম পঁচে মরে তোমার হাতে গোলাপ গোলাপটাতে দুঃখ ঝরে।                 --- - ' নীলপদ্ম ' -  সামি আল সাকিব -  ১৭/১২/২০১৯ -  মিরপুর-১৪, ঢাকা-১২১৬

অপরিচয় | অ-কবিতা | সামি আল সাকিব

Image
এই যে তুমি, প্রিয়- কিংবা দীর্ঘদিনের দীর্ঘশ্বাস, অপ্রিয়; আমি তোমায় চিনতে পারছি না! ঈশ্বরের দিব্যি, আমি তোমায় চিনতে পারছি না। প্রণয়ের আড়াল, অসীম মহাকাশ-কাল চিরবৈরী; কোথায় একটা দীর্ঘশ্বাস, অচেনার লজ্জাবোধ- সামাজিকতা; এর বেশি আর কিছু যে মনে করতে পারছি না। বিশ্বাস করো! আমি তোমায় চিনতে পারছি না। আলাপ বুঝি না, প্রেম বুঝি না, ধর্ম-কর্ম আর রাজনীতি বুঝি না বোঝার পরেও তাও বুঝিনা; আর চিনিনা আমাদের। যেমন তুমি কিংবা আমি - হঠাৎ কিংবা স্ব-বাক প্রাতে আর চিনিনি আমাদের...। খোদার কসম! আমি তোমায় চিনতে পারছি না।                           --- - 'অপরিচয়' - সামি আল সাকিব - ১৩/০২/২০২০ - মিরপুর-১৪, ঢাকা-১২১৬

প্রিয় ভালোবাসা | অ-কবিতা | সামি আল সাকিব

Image
তুমি বললে 'পত্র দিও' আমি লিখতে বসে অনেক অনেক কথার ঝড়ে মেঘের সাদা গায়ে অনেক কথাই লিখলাম তারপর তোমার নামে খোলা আকাশে উড়িয়ে দিলাম। চিঠিটা তুমি পাবে না; হয়তো ভাবছো কী লিখেছি? 'ভালোবাসি প্রিয়'। এই যে এতো চিন্তার ঝড় কতশত ব্যর্থপ্রহর অব্যক্ত রাত, ব্যাকুল প্রতিক্ষা এসবই তোমার জন্য, তোমায় জানানোর জন্য এরচেয়ে বেশি কিছু তো বলতে নেই সবই যে স্পর্শের ব্যাপার। সবটা যদি বলাই যেত এই যে এতো মধুর প্রেম ভালোবাসা যাতনার জাদুঘরে ঠাঁই পেতো। তুমি বরং তোমার দু'হাতখানির ছোঁয়া দিও অতকিছু বলতে হবে না খানিক নাহয় আত্মা হবো আত্মার সাথে অন্তরাত্মা তারপর নাহয় সুযোগ করে বলে নেব 'অসুখ হও-প্রিয়'।              --- ~ ' প্রিয় ভালোবাসা ' ~  সামি আল সাকিব ~  ২০/১১/২০১৯ ~  মিরপুর-১৪,ঢাকা-১২১৬

Poem: Smile | Sami Al Shakib

Image
Smile, smile in need, when you don't, smile Smile in joy, over the sorrow, smile Smile over fight, before death-bed, smile Smile in depression, smile in hestitation, smile Smile in occasion, smile without occasion, smile Smile in crowd,smile alone, smile Life is a joy ride, enjoy and have life, smile Good to laugh then be sad over the edge of life, smile My friend smile, smile and have your life Smile over every situation, unsung session, smile Come, have your life, feel your life, enjoy your life, smile Life feels beautiful when you smile Forget everything, forgive everyone, just smile Have your smile in your face, wear your smile Life is so beautiful,meaningful, put your smile Life is adorable, so enjoyable when you smile,                                        smile over everything Life is long, romantic song when you smile Come, have your life, have your smile Smile, have your smile in the face, Smile Smile in need, when you don&#

একটি অনুগল্পের কাব্য | সামি আল সাকিব

Image
দিনের শুরুতে নীড় ছেড়ে যায় পাখি ফিরে আসে সাঁঝের-বাতি জ্বলবার আগে, গাছ থেকে যায়, ঠায় দাড়িয়ে, বাহুডোরে সযত্নে নীড় ধরে, পাখি তা জানে না, জানে না দুষ্টের ঢিল, রোদ-ঝড় আর হানাদার হিংস্রতা গাছের আড়ালে থেকে বেড়ে ওঠে, উড়তে শেখে, উড়ে যায়; গাছ তবু ঠায় দাড়িয়ে। বয়সের ভার, সমাজের ভার, বাহুডোরে বয়ে চলা সকলের ভার, বিনে পয়সার পাওয়া পোকামাকড়ে সময় কুঁজো হয়, ক্ষত হয়, ধ্বসে যায়। শ্রাদ্ধোৎসবে মেতে ওঠে ওরা, শেষকৃত্য হয় গাছেরও! সবাই আসে,তবু হায়! গাছেদের শেষকৃত্যে পাখিরা থাকে না। যেমন থাকে না একসাথে শুরু করা সঙ্গীর সাথী, ঠিক তেমনই।                                                     --- ~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬ ~ ১৭/০৮/২০২০

আহারে জীবন! (প্রলাপের আলাপ-১) | সামি আল সাকিব

Image
কিছু জিনিস কোনোদিনই পরিণতি পায় না। পরিণতি পায় না সেসবে লেগে থাকা মানুষ। পরিণতি পায় না সাধ, আহ্লাদ, স্বপ্ন, স্বপ্নের মানুষ, মানুষের মন, জীবন, ভাবনা, বয়স আর প্রেম। তবু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি ভালোবাসতে। কখনো কখনো পরিণতি পেলেও,সবসময় সব ভালোবাসা পরিণতি পায় না। থমকে দাড়ায় প্রণয়,পরিণয়,থমকে দাড়ায় ঘোর, সিগারেটের নিকোটিনের মতো একসাথে দলা পাকিয়ে রাখে বুকে,গলায় আটকে থাকে কাঁটা হয়ে,অথচ আমরা এসব আঁকড়ে ধরে থাকতে ভালোবাসি। পরিণতি না পাওয়া যত প্রণয়,একান্তই ব্যক্তিগত বিষাদ এসবই একটামাত্র ছায়া,একটা অবলম্বন থাকে জীবনের, অফুরান দিনের একমাত্র সঙ্গী। পরিণতি না পাওয়ার পরিণতি। এরাই পরিণতি। জীবনের, যৌবনের, সাধের, স্বপ্নের, প্রণয়ের পরিণতি। একটা অপরিণয় পাওয়া প্রণয়ের পরিণতি। কিছু জিনিস কোনোদিনই পরিণতি না পাওয়ার পরিণতি। পরিণতি জমে থাকা স্মৃতির। প্রতিনিয়তই স্মৃতির আঘাতে এফোঁড়ওফোঁড় হওয়া বুকের পরিণতি। তবু এই পরিণতি মানুষ ভালোবাসে। যেমন করে নর তার নারীকে ভালোবাসে। প্রণয় হবার স্বপ্ন দেখে। এমন পরিণয় প্রতিনিয়তই মানুষকে মেরে ফেলে, মানুষ তবু মরে না। যেমন করে প্রণয়ের পরিণতি হতে হতে হয় না.....ঠিক তেমনি।    

হিসেব | সামি আল সাকিব | প্রলাপ

Image
যতখানি মোর যাওয়ার ছিল, তার কতটুক গেলাম? যতখানি মোর পাওয়ার ছিল, তার কতটুক পেলাম? কতখানি মোর বাঁচার ছিল, কতটুকু তার ছিলাম? কতখানি মোর হাসার ছিল, কতখানি তার নিলাম? যতটুকু মোর বলার ছিল, কতখানি তার বলা? যতটুকু মোর দেয়ার ছিলো, তার কতটুক তলা? কতটুকু মোর করার ছিলো, কতখানি তার হলো? কতটুকু মোর পরের ছিলো, কে-কতটুক নিলো? কতখানি মোর কাঁদার ছিলো, দম কতটুক নিঃশ্বাসের? কতটুকু তার দোষ ছিলো মোর, দায় কতটুক ঈশ্বরের? কতখানি তার হিসেব মতন, ভুল কতটা ধরছে জেঁকে? হিসেবটা ভুল, দায়টা অকূল, পাইনা হিসেব শতেক ছেঁকে।                                     --- ~ 'হিসেব' ~ সামি আল সাকিব ~ ১৭/০৭/২০২০ ~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬                

মানবজনম(অ-কবিতা) | সামি আল সাকিব

Image
হাসিতে চোখ ভিজে ওঠে হঠাৎ, চোখের তোড়জোড়,পরমানন্দের আগমনী দেখা যায় সুযোগে দু'ফোটা জল বেশি গড়ায়, মুখ হাসি জড়িয়ে রাখে বয়স আর কতই হবে,দুঃখ পাবার কারণ নেই,হাসছে বৈ সময় পোড়ায়,পুরায়। এবার না শুধু,বারবার চোখ ভেজে তবু ঢেকে রাখে হাসিমুখ,হাসছে বৈ রাত ঘুমায় না, ব্যাকুলতা কুঁকড়ে খায়, জ্বলে ওঠে চোখ,টপ-টপাটপ, একান্তে জ্বলে ওঠে দাউ দাউ, জ্বলে সরব,নিরব হয়ে -হৃদখণ্ড জ্বলবার যেন বেলাশেষে পাখিরা ছেড়ে যায়,থেকে যায় গাছ, শুরু থেকে শেষ-বধি - একইরকম নিঃসাড়, নড়বার জোঁ-টি নেই, হিমসাগরে ধাতুনিঃস্রব, প্রলাপ গায়, দাড়িয়ে তবু ঠায়,দাড়িয়ে থাকা দায় প্রলাপ গাওয়া দায়, চুপটি করে গাইতে থাকে, পথিক হেঁটে যায়,দেখে যায় ঠায় দাড়িয়ে নিরর্থব হেয়ালি, হেলছে-দুলছে, পাতা নাড়ছে হাওয়ায় দুলে, দুদণ্ড বসে, দাঁতন কাঁঠি ঝড়িয়ে,এগিয়ে যায়, এগিয়ে যায় হেয়ালি তবু ঠায় দাড়িয়ে, হাসছে-দুলছে, হাওয়ায় নাচছে শরীর, অঘটনে ঝরিয়ে দিচ্ছে জল, দু'ফোটা বেশি, মুখ জড়িয়ে রাখে জীবনের আহবান, প্রলাপ গায়, ক্ষরণে ঝর্ণার স্রোত বাড়ে, দেখা যায় মেতে আছে আজ বরষা ছোঁয়ার ছন্দে, নতুন ভোর,পাখিরা ছুটে আসে, কলরবে ঢেকে যায় সব, সব..... নড়তে পারেনা, বলতে পারে না,

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

Image
বইয়ের প্রচ্ছদ <3 • পাঠ -অনুভূতি  :  মা-দিদির স্নেহবঞ্চিত হয়ে বেড়ে ওঠা কলকাতার এক ক্ষুদ্র কাগজের অখ্যাত রিপোর্টার যুবক বাচ্চু। আস্থাভাজন অগ্রজ এবং একইসাথে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়া দোলাবৌদিকে লেখা বেশ কিছু চিঠির সম্মিলন কিংবা একটি জীবনালেখ্য মেমসাহেব । নারী সাক্ষরহীন জীবন পেরোনো বাচ্চুর জীবনে নারীসঙ্গের ঝড় এসেছিলো। স্কুল জীবনে তার মনে ধরেছিলো নন্দিনীকে, কলেজ জীবনে নীলিমা। তবু কোথায় যেন ফোঁকর ছিল। হুট করে যেভাবে ঝড় এসেছে,তেমনি হুট করে আবার হৃদয় ছেড়েও গিয়েছে। বাঁধা পড়েনি কেউ। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে একদিন রেলভ্রমণের সময় হঠাৎ বাচ্চুর চোখে পড়ে কামরার এক শ্যামবর্ণের ঈশ্বরী চোখের মায়াবিনী তরুণী। কিছু একটা বিশেষ আছে তার মাঝে। বাচ্চুর হৃদয়ে কেমন এক ঝড় বয়ে যায়। হৃদয়ে কেমন আকুলতার ঢেউ খেলে,নারী-ঝড়ের ঢেউ। এর আগেও বাচ্চুর জীবনে নারী-ঝড় এসেছে, থিতু হতে পারেনি। এবারের ঢেউ সত্যিই আলাদা। বাচ্চু অনুভব করতে শুরু করে তার হৃদয়ের যে শূণ্যতা তা এই শ্যামাঙ্গিনীই পুরাতে পারবে। প্রথম দর্শনে চোখাচোখি ছাড়া তেমন কিছু না হলেও বাচ্চুর তীব্র বিশ্বাস জন্মায়,তাদের আবার দেখা হবে। কীভাবে দেখা হবে