Posts

Showing posts from December, 2018

একটি শৈশবের অপমৃত্যু | সামি আল সাকিব | অ-কবিতা

Image
শৈশবের প্রাণচাঞ্চল্য? তা কেমন হয়? আমার কাছে শৈশব এসেছিল, তবে সুপ্ত ভাবে। যার বিকাশ হয়নি,মাঠেই মারা গেছে। থাক সে কথা। আমার কাছে কৈশোর এসেছে। তবে, তার প্রকৃত সময় কী তা জানি না, তার প্রকৃত অভিলাষ কী তা জানি না, তার প্রকৃত উচ্ছ্বাস কী তাও জানি না। ............ আমার কাছেও কৈশোর এসেছিল। তবে, তা দিগন্ত বিস্তৃত রুক্ষ এক মাঠে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। দূর-দূরান্তে তাকে দেখবার কেউ নেই, সেও মাঠে মারা যাচ্ছে! এতো স্বল্পতেই এতো মৃত্যু,এতো বিভীষিকা, এতো ধ্বংস - এই স্বল্পতে ধারণ হয়নি। তাই, আমি আজ জীবন্ত অবয়বের এক মৃতমানব! মনে-প্রাণে মৃত। মৃতদেহে পোকা ধরেছে! আর এ সুযোগে শয়তান বাসা বাঁধতে শুরু করেছে। আমি যেন মোহহীন কোনো অনন্ত পথের অনন্ত কালের যাত্রী। না,পথ হারাইনি। পথ খুঁজে পেলে তবেই না হারানোর শঙ্কা থাকে! আমি যে পথ খুঁজিনি, আমি যে পথ'ই খুঁজে পাইনি! তবুও হাঁটছি, জীবনান্দের মতো শত,সহস্রকাল ধরে ধরনীর বুকে। সব হারিয়েই নাকি জীবন পাওয়া যায়। ভাগ্যিস,আমার কোনোকালেই সব ছিলনা। হয়ত..... তবুও উদ্দেশ্যহীনতার উদ্দেশ্যে আমি ছুটে চলেছি। একটা বিষয় কিন্তু ভালো, শেষকা