হিসেব | সামি আল সাকিব | প্রলাপ



যতখানি মোর যাওয়ার ছিল, তার কতটুক গেলাম?
যতখানি মোর পাওয়ার ছিল, তার কতটুক পেলাম?
কতখানি মোর বাঁচার ছিল, কতটুকু তার ছিলাম?
কতখানি মোর হাসার ছিল, কতখানি তার নিলাম?
যতটুকু মোর বলার ছিল, কতখানি তার বলা?
যতটুকু মোর দেয়ার ছিলো, তার কতটুক তলা?
কতটুকু মোর করার ছিলো, কতখানি তার হলো?
কতটুকু মোর পরের ছিলো, কে-কতটুক নিলো?
কতখানি মোর কাঁদার ছিলো, দম কতটুক নিঃশ্বাসের?
কতটুকু তার দোষ ছিলো মোর, দায় কতটুক ঈশ্বরের?
কতখানি তার হিসেব মতন, ভুল কতটা ধরছে জেঁকে?
হিসেবটা ভুল, দায়টা অকূল, পাইনা হিসেব শতেক ছেঁকে।
                                    ---

~ 'হিসেব'
~ সামি আল সাকিব
~ ১৭/০৭/২০২০
~ মিরপুর-১৪,ঢাকা-১২১৬
               

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব