আহারে জীবন! (প্রলাপের আলাপ-১) | সামি আল সাকিব


কিছু জিনিস কোনোদিনই পরিণতি পায় না। পরিণতি পায় না সেসবে লেগে থাকা মানুষ। পরিণতি পায় না সাধ, আহ্লাদ, স্বপ্ন, স্বপ্নের মানুষ, মানুষের মন, জীবন, ভাবনা, বয়স আর প্রেম। তবু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি ভালোবাসতে। কখনো কখনো পরিণতি পেলেও,সবসময় সব ভালোবাসা পরিণতি পায় না। থমকে দাড়ায় প্রণয়,পরিণয়,থমকে দাড়ায় ঘোর, সিগারেটের নিকোটিনের মতো একসাথে দলা পাকিয়ে রাখে বুকে,গলায় আটকে থাকে কাঁটা হয়ে,অথচ আমরা এসব আঁকড়ে ধরে থাকতে ভালোবাসি। পরিণতি না পাওয়া যত প্রণয়,একান্তই ব্যক্তিগত বিষাদ এসবই একটামাত্র ছায়া,একটা অবলম্বন থাকে জীবনের, অফুরান দিনের একমাত্র সঙ্গী। পরিণতি না পাওয়ার পরিণতি। এরাই পরিণতি। জীবনের, যৌবনের, সাধের, স্বপ্নের, প্রণয়ের পরিণতি। একটা অপরিণয় পাওয়া প্রণয়ের পরিণতি। কিছু জিনিস কোনোদিনই পরিণতি না পাওয়ার পরিণতি। পরিণতি জমে থাকা স্মৃতির। প্রতিনিয়তই স্মৃতির আঘাতে এফোঁড়ওফোঁড় হওয়া বুকের পরিণতি। তবু এই পরিণতি মানুষ ভালোবাসে। যেমন করে নর তার নারীকে ভালোবাসে। প্রণয় হবার স্বপ্ন দেখে। এমন পরিণয় প্রতিনিয়তই মানুষকে মেরে ফেলে, মানুষ তবু মরে না। যেমন করে প্রণয়ের পরিণতি হতে হতে হয় না.....ঠিক তেমনি।
                                 -----
*১২-০৮-২০২০|মিরপুর-১৪,ঢাকা

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব