প্রলাপা’য়োজন-০২ | সামি আল সাকিব


 

ভ্রম ভাঙ্গা ভালো, যদি’বা মন ভেঙ্গে যায়–
তারচে’ ভেঙ্গে যাক ভ্রম, খানিক নাহয় দুঃখ হবে
তারপর গা ঝাড়া দিয়ে, আবার এগোনো যাবে–
যদি হয়ে থাকে, তবেই ভাঙ্গা যাবে–ভ্রম।
অথচ মন ভেঙ্গে গেলে– মানুষ ব্যথা নয়, পাথর হয়ে যায়
পাথুরে মূর্তি আর হৃদয়ে পাথর যার– তফাৎ নেই কোনো
মানুষের বড় দায় বাঁচা, মানুষ বাঁচে হৃদয়ে-স্মৃতিতে,
পাথরে কি স্মৃতি থাকে, ভালোবাসতে পায়, বাঁচতে পায়?
মন ভেঙ্গে গেলে যে–মানুষের হৃদয়, পাথর হয়ে যায়!
মন ভেঙ্গো না, ভাঙ্গিয়ো না আর, মানুষ ম’রে গেলে
আর ফেরে নাকো, অথচ ভ্রম ভাঙ্গা যায়, দোল শেষে
উঠে বসা যায়, ভাঙ্গা মন’ যায় না। তারচে’
ভ্রম ভাঙ্গা ভালো, যদি’বা মন ভেঙ্গে যায়–
তারচে’ ভেঙ্গে যাক ভ্রম, মানুষ বেঁচে থাক।
পাথরের পৃথিবীতে রাত নেমে আসে, কাঁপুনি দিয়ে জ্বর চড়ে বসে,
এখন তোমাকে ভয় করে, ঘেন্না করে তারচে’ বেশি!

                     ---

~ ২০-০৪-২০২২
~ সামি আল সাকিব


Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব