দেখা-অদেখা | অ-কবিতা | সামি আল সাকিব


 

আপনাকে আর দেখা হচ্ছে না আজকাল
কথা হচ্ছে না ফোনকলে, নেহা’ই অন্তর্জালে
আপনার আবাসস্থলে—নারী-নরের অন্তর্বাস উড়ে,
সগর্বে সাক্ষর করে যৌবন-স্বাধীনতা’ সদ্য জীবনের
মাড়িয়ে চলা পথে পথে, তেপান্তরে, ঘুপচির পাড় ধরে—
প্রেমের সাক্ষর ব’য়ে ঠায়–শুকিয়ে যাওয়া কাম-রস থলে
আর ছিটকে চারুশিল্প গড়া স্থানগুলো সাক্ষর দিয়ে যায়—
উদ্যাম যৌবনের, জীবনের..
সাবধানে মাড়িয়ে চলি পথ, এড়িয়ে চলি ছাপ
একমুখী সড়কের বিভাজক হতে সাধ—নেই কোনোদিন।
পদে পদে পদাঙ্ক ভাসে,
আপনার আবাসস্থলে—নারী-নরের অন্তর্বাস উড়ে,
সগর্বে সাক্ষর করে যৌবন-স্বাধীনতা’ সদ্য জীবনের
মহাকাল আটকে গেছে, গলায় আঁটকে যাওয়া কাঁটার মতো ক’রে
যেন এখনও প্রেম, জীবন-যৌবন, জৈবিকতা আর অভিনয়শিল্প
আটকে আছে, জুড়ে আছে আমাদের কাম-সঙ্গমে
অথচ আপনার আবাসস্থলে—নারী-নরের অন্তর্বাস উড়ে,
সগর্বে সাক্ষর করে যৌবন-স্বাধীনতা’ সদ্য জীবনের
বয়ে চলাটাই নিয়ম, সময় ব’য়ে যায়, ছোট খাল নদী হয়ে যায়
মৌনতা মান-চিত্র আঁকে, নতুন রাষ্ট্রে পতি আসে,রাষ্ট্রপতি,
মালিকানা ফসকে যায় হাত, নতুন হাতের প’রে—
সীমান্ত ঘেঁষে উড়তে থাকে অন্তর্বাস দুটো নারী-নর
কেবল’ই দেখে যাওয়া-দায়...
ভোঁতা ভাষা’ পিছিয়ে পরা আক্ষেপ, শিশ্ন-যোনির শিৎকার,
খাঁজের-কম্পন-কৃত্রিমতা,নয়া রস সঞ্চারিত উষ্ণধারা,আদি’তম
মিলনোৎসবে মিলেমিশে একাকার, পৃথিবীর চির আরাধিত-ক্ষণ,
বেলাশেষে-মহাকাল ছোঁয়, ছুটি হয় মহাকাল
ঘৃণা ভরে মুখে থুতু এলে’ আপনার ভাবনা তালা হ’য়ে আটকে দাঁড়ায়
পতপত করে উড়ে সদ্য যৌবনপ্রাপ্ত দুটো নারী-নর
জীবনের অন্তর্বাস
কেবল’ই বেঁচে থাকা-দায়, স্মৃতি নিয়ে, অ-সুখী করবার গ্লানি নিয়ে
মরে গিয়েও খোলস হয়ে বাঁচা যায়...
জীবন! ফিরে আসা হবে না! আসা হবে না আর বারে বারে
সদ্য যৌবনা প্রেয়সীর ত্যাজ্য’তা মহাকাল ছুঁতে পারে,
মানুষ মরে গিয়েও বাঁচার অভিনয় করে।


                                   ———

~ ‘দেখা-অদেখা’
~ সামি আল সাকিব
~ ১৬/০৩/২০২১
~ মিরপুর-১৪, ঢাকা-১২১৬


Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব