ভালোবাসা চাষ | অ-কবিতা | সামি আল সাকিব

আপনার যে নিষিদ্ধ পল্লীতে —
এখনো ফুল ফোটে
ফুলে ফুলে সুবাস ভরে ওঠে
পদ্মকাঁটা ফোটেনি কোথাও;
তা’র হৃদয়ঙ্গম করবো আমি

যে মানচিত্র—
এখনো কাঁটাতারহীনা আপনার
জমিনে তার প্রেম ফোটে
পানিতে হাসি-ঢেউ নির্মল
আকাশে মুক্তির স্বাদ
সেখানে জীবনের স্বাদ ছোঁয়াবো আমি

যেখানে আপনার—
নাতিশীতোষ্ণ গ্রীষ্ম
নিয়মিত বয়ে চলা মেঘ
থেমে থেমে চলে রূপকথা-পথ
সেখানে বসন্ত ছোঁয়াবো আমি

গভীর অরণ্যে ঢাকা—
একান্ত যতটুকু আপনার
ধীরে ধীরে গড়ে ওঠা তীর
প্রতীক্ষা রেখে দেয়া যত সাধ
আহ্লাদী জীবনের প্রেম-সমেত
হরকাবানের মতো করে হঠাৎ -

সবটুকু উজাড় ক’রে—
ভালোবাসা চাষ করবো আমি।

                ---

~ ‘ভালোবাসা চাষ’
সামি আল সাকিব
~  ৩০/০১/২০২১
~  মিরপুর-১৪, ঢাকা-১২১৬





 

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব