খাজনার বাজনা(রম্যছড়া) | সামি আল সাকিব


খাজনার বাজনা
  -সামি আল সাকিব

নাম কি তোমার?
ডালিম কুমার
বাস কোথাকার?
মূল যমুনা পাড়!
এখানে কি?
খুঁজছি ঝি!
বলো কি!
বৈকি!
গ্রামে নাই ঝি!
আমি তাই ছাড়ি গ্রাম,
      শহরেতে খুঁজি!
তা কী ফল হলো?
তা আর বলো!


একেবারে খাপে খাপ!
মিলে গেছে ঘাপ - ঘাপ
এ্যাদ্দিনে মোর ঘুচিল জ্বালা,
শহর ছাড়ি গ্রামের পথ ধরিবার পালা।
তা বাপু খাজনা কোথায়!
ভুলে গেছো নাকি?
কি শোনায়!
দিয়াছি কবে! এখনো কি রয় বাকি!
তা নয়, তা নয়
মহান রাজার নতুন নিয়ম, সবকিছুতেই খাজনা।
তাও কি হয়?
না দিলে দেখবে নিজের ক্ষয়!


না!  না! হিসেব করো দিকি
কত মোর খাজনা।
দেখি আমি রাজা তোমার
বাজায় কত বাজনা!


হুশিয়ার! যত হও!
নতুবা যাবে গর্দান!
চুপ করে নিভাও কাজ
নতুবা সেপাই
তলোয়ারে দাও শান!


ক্ষমা করুন কর্তা! ছোট আমি
তব দয়াবান,ক্ষমা দাও তুমি স্বামী!
ওঠ ওঠ! দিলাম ক্ষমা,
দাও দেখি, জের জমা,
এই নিন প্রভু,আছে পুরোটা।
দণ্ডবৎ তব রাজা মশাই,আজ্ঞা দিন যথা
ঠিকাছে, ঠিকাছে, যাও দিকি,আর বাড়িওনা কথা!
যথা আজ্ঞা,যাচ্ছি তবে,
এবার ই হবে,
মোর কার্যসাধন।
তব শহরে পেয়ে গেছি মুই
সাত রাজারই ধন!
আর শিক্ষে পেলুম এই যে
খাজনা ছাড়া নেইকো পথ,যে,যাই হোক বাহে!!!!




[সকলের মতামত প্রত্যাশা করছি এবং আশা করি ভুলগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে আমার অনুমতি ব্যতীত লেখাটি কেউ কপি করবেন না।]

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব