আরশি | অ-কবিতা


 

নতুন রাস্তার বদল—আমি মেলে ধরেছি আয়না,
যেটুকু দেখছো, ওটা তোমারই প্রতিবিম্ব,পথের।
দূরত্ব বাড়েনি, যতটুকু ছিলো, এতোদিন উপেক্ষা করে এসেছি কেবল;
তারপর ধীরে ধীরে, চোখ খুলে–আয়না পেলে, মনে হলো, কতটা পথ, কতটা দূরে,
যে পথের জন্য উপেক্ষা জমাই, আমাকেও উপেক্ষা করে গেলো সেই পথ, সেই মানুষ!
অথচ বারবার দ্বিধা হয়, সংশয়
আদৌ কি আমরা ছিলাম কাছে! আমাদের পথ মিলিয়েছে’ই, আমরা মিলিয়েছি সেই কবে।

               ---

– ‘আরশি’
– সামি আল সাকিব
০৬/০৯/২০২১
– মিরপুর-১৪, ঢাকা-১২১৬


Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব