পশুত্বে পদার্পণ | কবিতা | সামি আল সাকিব


অনেক অনেক আগে
ছেলে কিংবা মেয়ে হওয়ার আগে
নারী কিংবা পুরুষ হওয়ার আগে
আবাল কিংবা বৃদ্ধ হওয়ার আগে
আমরা যখন শিশু ছিলাম
আমরা তখন'ই মানুষ ছিলাম

তারপর মানুষ হওয়ার জন্য যখন 
আমরা শৈশব ছেড়ে কুঁজো হতে শুরু করলাম
লম্বা আর মোটা হওয়ার জন্য লম্ফঝম্প শুরু করলাম
প্রাণ-প্রকৃতি বশে আনলাম ঘরে
জ্বালিয়ে খেতে শিখলাম জঙ্গল-মঙ্গল, মাংস আর হৃদয়
দল ভারী করে ভোঁতা হতে শিখলাম
নপুংসক পদবি লাগালাম, মানুষ
আমাদের ষোলকলা ততদিনে পূর্ণ হয়েছে
আমরা মূলত পশুত্বে পদার্পণ করেছি সফলভাবে।

                                 ---

~ “ পশুত্বে পদার্পণ
~ সামি আল সাকিব
~ ০৬\০১\২০২১
~ মিরপুর-১৪, ঢাকা-১২১৬

 


 

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব