রূপসা-জয়ী | কবিতা | সামি আল সাকিব


রূপসা পাড়ের মেয়ে কিংবা প্রিয় জয়িতা,

কেমন আছেন,কোথায় আছেন কিংবা এখন

                                               আপনার মন

                                              করছে কেমন?

পত্র দেবেন; রূপসা জলে ভাসিয়ে দেবেন,

উড়িয়ে দেবেন আকাশ জুড়ে।

রূপসা জলে ভেসে কিংবা হাওয়ার আবেশে

চিঠিখানি পাবো আমি;

আমি এক ছিন্নমস্তা চণ্ডী, অযাচিত যাযাবর

পৃথিবীর পথ ধরে হেঁটে চলা উড়নচণ্ডী খেচর।

পত্র দেবেন; পত্রগুলো হাতে পেলে

ভাবগুলো সব পত্রে মেলে

নদীর জলে ভাসিয়ে দেবো,উড়িয়ে দেবো মেঘের দলে;

ধরতে গিয়ে খুঁজলে পাবেন অ-প্রেমিকের পূর্ণ প্রেম

চাইলে পারেন উড়িয়ে দিতে, জড়িয়ে নিতে'ও চাইলে পারেন

ইচ্ছে যদি জাগে, নীলপদ্ম জড়িয়ে দিলাম

রূপসা জলে, মেঘের দলে, অ-প্রেমিকের চিঠির খাম।

আপনার যত নীলপদ্ম,জড়িয়ে নেবেন তার'সাথে

পূর্ণ প্রেমের পরের যা, ফুরাবে না এই বেলাতে,

তারচে বেশি রইলো তোলা; পত্র পেলে রওনা দেবো

পত্র পেলে সাত বাজারের বেচাকেনা চুকিয়ে দেবো।

পত্র পেলে এই বেলাতে খানিক না'হয় কবি'ই হবো

না বলা এক অলক্ষুণে খানিক ঘোরের মাতাল হবো

না দেখা ঐ কল্পলোকেই আমরা যেন প্রাণ জুড়াবো

আপনি যদি আসেন, একটা জীবন - সমাজ হবো

পত্র যদি দেন; এই যাযাবর- কেবল খানিক প্রেম কুঁড়োবো

পত্র যদি আসে, ওই চিঠিতেই 'আমরা' হবো।

পত্র পেলে; রূপসা জলে,মেঘের দলে, নদী-পাহাড়-সাগর ধরে

কিংবা এবুক-বুকভরা এক জয়ীর তরে

বন্ধু-প্রেমিক কিংবা খানিক এই জনমের সঙ্গী হবো।

পত্র যদি দেন, একজনমের আকাশ কিংবা যতটুকু চাওয়া আছে

তার পুরোটা কিংবা খানিক একটু হলেও পাওয়া হবো।

পত্র দেবেন জয়িতা;

থাকুন কিবা না'ই বা থাকুন

পত্র থাকুক, 'আমরা' থাকি;

রূপসা পাড়ের প্রেম না হোক

থাক না প্রিয় জয়িতা,

রূপসা পাড়ের জয়ী আপনি

আমার প্রেম জয়িতা।

               

                                       -----

~ 'রূপসা-জয়ী'

~ সামি আল সাকিব                    

~ ০৬/০৪/২০২০

~ ইসলামপুর,জামালপুর



#উৎসর্গিত 






Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব