পাখিদের গান | অ-কবিতা | সামি আল সাকিব


পাপ যদি হ’য়ে থাকে তবে
পুরোটাই পাপ, অর্ধেক, অর্ধেক করে
ভাগ করে নেবো, যেমনটা ভাগ করে নেয়
নর-নারী, তার জীবনের পথ
তবু প্রিয়তমা, মিলিয়ে উঠি এসো
মিলিয়ে নিই দুটো আত্মা, ঠোঁটের সাথে ঠোঁট
কেউ কারোর বেশি নই, সমান নই, আদতে পরিপূরক
তারপর ব’য়ে চলি, স্বর্গ নিরবধি, দুটো আবাবিল পাখি
যত বাঁধা-ভাগ, জমিনে আজ, আকাশের ভাগ আছে নাকি!
প্রিয়তমা, এসো পাখি হয়ে উঠি,
মানবজন্মে উড়বার সাধ, হিসেবের খাতা চুকিয়ে আজ, মালিন্য-ভেদ-পাপ, ভাগ করে নিই আধাআধি,
ঊর্ধ্বে গেলে প’রে, উতড়ে-ওড়ে ছুটি!

               ---

~ ‘ পাখিদের গান’
~  সামি আল সাকিব
~ ০৯/১০/২০২২
~  মিরপুর-১৪, ঢাকা-১২১৬


 


 

Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব