প্রতিশোধ | সামি আল সাকিব | প্রলাপ



এইযে তোরা গাধার বাচ্চা
গরু-ভেড়ার পাল
এইযে তোরা শুয়োরছানা
রামছাগলের ছাল

এই যে তোরা কুকুরছানা
কালনাগিনীর ঝি
এইযে তোরা আবাল-বেকুব
জানোয়ার বৈকি

এই যে তোরা নেমকহারাম
আরও কতক হারামখোর
এইযে তোরা জারজ দালাল
আরও শতক গোষ্ঠী-চোর

রাখিস শুনে,বছর গুণে
এসব তোদের নাম
আজ বাদশা, কাল ভিখারি
প্যাঁচাল পারা থাম

এতো করিস কানাঘুষো
এতোই অহংকার
এতো করিস রাজনীতি আর
এতো কীসের বাড়?

আজকে ছোট
তাই বলে কি বড় হবো নাকো?
দিন সবারই আসবে ঘুরে
সবুর করে দ্যাখো।

দিন তোমারও ছিল'ই বটে
ধরো,কাটো,মারো
ঐ দেখা যায় সূর্য নতুন
দিন আসে আমারো

ধরবো সেদিন,মারবো সেদিন
হৃদয় করবো দান
মারবো দালাল জারজ যত
ধরা'য় দেব প্রাণ।
  
              ---
- "প্রতিশোধ"
- সামি আল সাকিব
- ৩১/১২/২০১৯
- মিরপুর-১৩,ঢাকা-১২১৬









Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব