শেষ প্রাণবেলা(অ-কবিতায় প্রলাপ) - সামি আল সাকিব


শব্দরা ঘুমায়
ঘুমায় গান,
আয়ু ফুড়ায়
জুড়ায় প্রাণ।

কালি শেষ
শেষ খাতা,
পূর্ণ আবেশ
পড়েছে যাঁতা।

হিম  রক্ত
নির্লিপ্ত হৃদয়,
শব্দরা তক্ত
কালের ক্ষয়।

নষ্ট সুর
প্রাণ বহুদূর,
মায়ার বাঁধন
মুক্ত সাধন।

সাধন শেষ
শেষ প্রাণবেলা,
বাক্য শেষ
ডুবেছে প্রাণভেলা।

ঘুমিয়েছে বুঝি
জীবনের রুজি,
বিদায় প্রাণের
ছিন্ন টানের।

ঘুম পেয়েছে
খুব,খুব,খুব;
ঘুমাও তবে
শেষ তুরুপ। 

***********************************
শেষ প্রাণবেলা
©সামি আল সাকিব
২৪-১-২০১৯
কাফরুল,ঢাকা-১২১৬


Comments

Popular posts from this blog

বুক রিভিউ: যাপিত জীবন - সেলিনা হোসেন

বুক রিভিউ: মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

বুক রিভিউ : ‘বৃষ্টি ও মেঘমালা’—হুমায়ূন আহমেদ

প্রলাপা’য়োজন -০৪ | সামি আল সাকিব